কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

এবারের ঈদযাত্রায় যানজট নেই: সেতুমন্ত্রী

এবারের ঈদযাত্রায় মহাসড়কে গাড়ির ধীরগতি থাকলেও যানজট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।

প্রতি বছর ঈদে বাড়ি ফেরার সময় মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। খানাখন্দে ভরা সড়ক, অনেক স্থানে সড়কের নির্মাণকাজ করায় এবং অতিরিক্ত যাত্রী চাপের কারণে দুর্ভোগ চরমে পৌঁছায়।

গত দুই বছর করোনাভাইরাস মহামারির কারণে ঈদের ঘরমুখো মানুষের চাপ ছিল না। দুই বছর পর এবার ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক-মহাসড়কে।

শুক্রবার সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের খবর পাওয়া গেছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও গাড়ির চাপ আছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদে বাড়ি ফেরার সময় মহাসড়কে গাড়ির চাপ থাকলেও ধীরগতিতে চলছে গাড়ি।

পথে পথে যাত্রীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে কঠোরভাবে নজর দিতে বিআরটিএ ও আইন শৃঙ্খলাবাহিনীকে নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিন খোঁজ খবর নিচ্ছেন।

পাঠকের মতামত: