কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারের সকল আদালত ৫ আগস্ট থেকে স্বাভাবিক নিয়মে চলবে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

আগামী ৫ আগস্ট বুধবার থেকে কক্সবাজারের জজশীপ, ট্রাইব্যুনাল, ম্যাজিস্ট্রেসী সহ সারাদেশের সকল আদালত স্বাভাবিক নিয়মে শারীরিক উপস্থিতিতে কার্যক্রম চলবে। গত ৩০ জুলাই বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জ্যেষ্ঠ বিচারপতিদের সাথে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে পূর্বের নির্দেশনা অনুযায়ী সামাজিক ও শারীরিক দুরত্ব বজায় রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি সংশ্লিষ্ট সকলেকে মেনে চলতে বলা হয়েছে।

করোনা সংকটের জন্য প্রায় সাড়ে ৪ মাস বন্ধ থাকার পর আগামী ৫ আগস্ট থেকে আদালত সমুহ স্বাভাবিক নিয়মে চলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ বলেন, এখন মামলার জট কিছুটা হলেও কমবে এবং বিচারপ্রার্থীরা তার সুফল পাবে।
প্রসঙ্গত, গত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জামিন আবেদন ও জরুরি আবেদন সমুহ সীমিত আকারে ভার্চুয়াল কোর্টে নিষ্পত্তি করা হচ্ছিল।

পাঠকের মতামত: