কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজারে ইয়াবাসহ মাইক্রোবাস জব্দ, ৫ মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট স্থাপন করে ৯ হাজার ২০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫ এর সদস্যরা। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন আব্দুর রহিম (৫০), জকির আহাম্মদ জহির (৩৫), রুহুল আমিন (২৬), জয়নাল আবেদীন (২৩) ও মো. মনজুর আলম (২৫)।

আজ বুধবার কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর এস মেডিসিন প্লাসের সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি করে একটি শপিং ব্যাগ থেকে ৯ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত: