কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজার শুক্রবারে উখিয়ার ৪ জনসহ করোনা রোগী সনাক্ত ৭১ জন

কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবারও (২৯মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে আবারও একদিনেই ৭১ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যাক ধরা পড়েছে সদর উপজেলাতে ৫৪ জন।

শুক্রবার কমেকের পিসিআর ল্যাবে সন্দেহভাজন ২৬৩ নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে নতুন করে ৭১ নমুনা পরীক্ষায় পজিটিভ হয়। এবং পুরাতন টেষ্টে ফলোআপ হিসেবে ৪ জন পজিটিভ আছে। এরমধ্যে টেকনাফে ২ জন, লামা ২ জন, কক্সবাজার সদর উপজেলাতে ৫৪ জন, লোহাগাড়া ১ জন, রামুতে ১ জন, উখিয়ায় ৪ জন, চকরিয়ায় ১ জন, মহেশখালী ১ জন ও রোহিঙ্গা ১ জন।

কক্সবাজার মেডিকেল কলেজে অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের তথ্য মতে, শুক্রবার সন্দেহভাজন ২৬৩ নমুনা পরীক্ষায় রোহিঙ্গা ১ জন, লামা ২ ও লোহাগাড়া ১ জন ছাড়া কক্সবাজার জেলাতেই নতুন করে ৬৭ রোগী শনাক্ত হয়েছে। নেগেটিভ হয়েছে ১৮৭ নমুনা টেষ্ট।

পাঠকের মতামত: