কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারে একদিনেই করোনায় ৪ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হলো।

নিহতরা- কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী (৮০), নুনিয়ারছড়ার মাছ ব্যবসায়ী (৫০), পেশকার পাড়ার একজন (৫৫) ও এসএম পাড়ার গৃহবধূ (৫৫)।

জেলা সদর হাসপাতারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫৫ বছর বয়েসি একজন। এর আগে সোমবার দিবাগত মধ্যরাত ২টার দিকে একই ওয়ার্ডে মারা যান গৃহবধূ (৫৫)। সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই।

অন্যদিকে মঙ্গলবার সকাল ৯টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী (৮০) মারা যান।

এর আগে সোমবার ঈদের দিবাগত রাত সাড়ে ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে মারা যান কক্সবাজার শহরের মধ্যম নুনিয়ারছড়ার এক ট্রলার ব্যবসায়ী। আজ তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

পাঠকের মতামত: