কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারে গণটিকা কোথায়, কোন কেন্দ্রে দেওয়া হবে

শাহেদ হোছাইন মুবিন :

সারা বাংলাদেশে এক (০১) দিনে ভ্যাকসিন পাবে ০১ কোটি মানুষ। সে উপলক্ষে কক্সবাজারে আবারো শুরু হচ্ছে গণটিকা কর্মসূচি। আগামীকাল ২৬ ফেব্রুয়ারি শনিবার কক্সবাজার পৌরসভা, সদর উপজেলায় ৩৫টি কেন্দ্রে কভিড-১৯ এর গণটিকা কার্যক্রম পরিচালিত হবে।

কক্সবাজার পৌরসভার ওয়ার্ড ভিত্তিক টিকা কেন্দ্র সমূহ :
★ ১ নং ওয়ার্ড সমিতি পাড়া বীচ ইসলামীক স্কুল।
★ ২ নং ওয়ার্ড উত্তর ননিয়া ছড়া সরকারী প্রাঃ বিঃ।
★ ৩ নং ওয়ার্ড পৌরসভা অফিসে চলবে।
★ ৪ নং ওয়ার্ড পেশকার পাড়া সপ্রাঃ বিঃ।
★ ৫ নং ওয়ার্ড আলীর জাঁহাল বালিকা মাদ্রাসা।
★ ৬ নং ওয়ার্ড হার্ভার্ড কলেজ।
★ ৭ নং ওয়ার্ড পাহাড়তলী মডেল একাডেমী।
★ ৮ নং ওয়ার্ড বৈদ্যঘোনা রামকৃষ্ণ মিশন।
★ ৯ নং ওয়ার্ড বিবেকানন্দ বিদ্যা নিকেতন।
★১০নং ওয়ার্ড কাউন্সিলর সেতু ভাইয়ের অফিস।★১১নং ওয়ার্ড গণস্বাস্থ্য কেন্দ্র।
★১২নং ওয়ার্ড লাইটহাউজ দারুল উলুম মাদ্রাসা।
★১২নং ওয়ার্ড সৈকত কিন্ডার গার্ডেন।

অতিরিক্ত কেন্দ্র কক্সবাজার পৌর ভবনে।

★কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়ন পরিষদের ১নং,২নং ওয়ার্ডের র্টিকা কেন্দ্র পরিষদ ভবন ও ৩নং ওয়ার্ডের টিকা কেন্দ্র ধর্মেরছড়া দাখিল মাদ্রাসা

★ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়।

★চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ১ও ২ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র সাগরমণি উচ্চ বিদ্যালয় এবং ৩ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র নতুন মহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।

★খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র খুরুশকুল ইউনিয়ন পরিষদ ভবন।

★ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের টিকা কেন্দ্র জনাব সৈয়দ আহমদ এর বাড়ি ও ২নং ওয়ার্ডের টিকা কেন্দ্র ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসা এবং ৩নং ওয়ার্ডের টিকা কেন্দ্র আশ্রয়ন প্রকল্প (সুফিয়ার বাড়ি)।

 

★পি.এম.খালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের টিকা কেন্দ্র ছনখোলা কমিউনিটি ক্লিনিক ও ২নং ওয়ার্ডের টিকা কেন্দ্র জনাব নুরুল ইসলাম মেম্বার বাড়ি (আল নূর কমিউনিটি সেন্টার এর পাশে) এবং ৩নং ওয়ার্ডের টিকা কেন্দ্র পি.এম.খালী ইউনিয়ন স্বাস্থ্য ও পঃ কঃ কেন্দ্ৰ।

★ঝিলংজা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের টিকা কেন্দ্র মকবুল মেম্বারের বাড়ি (জানার ঘোনা) ও ২নং ওয়ার্ডের টিকা কেন্দ্র শামসু আলমের বাড়ি (পশ্চিম মুক্তারকুল) এবং ৩নং ওয়ার্ডের টিকা কেন্দ্র মুফিদুর রহমানের বাড়ি (মৌলভী পাড়া)।

পাঠকের মতামত: