কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারে গণধর্ষণ : গ্রেপ্তার তিনজনের ২ দিন রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে এক নারী পর্যটককে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট হামীমুন তানজীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকতা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন ৫ দিনের রিমান্ড আবেদন করেন।

রুহুল আমিন জানান, শনিবার (২৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে এ ঘটনায় মূলহোতা আশিকুল ইসলামের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ধর্ষণের ঘটনায় সহযোগী ছিলেন। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এদিকে এই ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিককে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (২৭ ডিসেম্বর) সকালে র‍্যাব হেডকোয়ার্টার থেকে এক প্রেস ব্রিফিংয়ে গ্রেপ্তার বিষয়টি জানিয়েছে র‍্যাব। এখন পর্যন্ত এই মামলায় মূলহোতা আশিকসহ পাঁচজন গ্রেপ্তার হয়েছে।

পাঠকের মতামত: