কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে কক্সবাজারে জেলা পুলিশ নানা আয়োজনের মাধ্যমে পালন করেছে পুলিশ মেমোরিয়াল ডে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা পুলিশ লাইন্স-এ শোক র‌্যালি, নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত, স্মরণসভা এবং নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় স্মরণসভা। স্মরণসভার শুরুতে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নিহত পুলিশ পরিবারের সদস্য সকলের কাছ থেকে তাদের বর্তমান অবস্থা শুনতে আগ্রহ প্রকাশ করেন।

পুলিশ সুপারের এমন আগ্রহে নিহত পুলিশ পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে তাদের সার্বিক অবস্থা তুলে ধরে। এ সময় স্বজনহারা সদস্যদের সাথে সাথে উপস্থিত সকলের চোখে আসে অশ্রæ। স্বজনহারাদের শোক যেন উপস্থিত সবাইকে একাত্মতা করে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় ১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আতিকুর রহমান, ট্যুরিষ্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লর রহমান, ৮ এপিবিএন এর অধিনায়ক মো. সিহাব কায়সার খান, পুলিশ সুপার (সিআইডি) মো. ফয়সাল আহম্মেদ, পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ সারোয়ার আলম, ১৬ এপিবিএন এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনীর উল গিয়াস বক্তব্য রাখেন।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান নিহত পুলিশ পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অনুরোধ করেন এবং প্রয়োজনীয় সার্বিক সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন। এছাড়া যোগ্যতানুযায়ী তাদের কর্মসংস্থানের সুযোগও করে দেয়ার কথা বলেন। পরে জেলায় কর্মরত অবস্থায় নিহত আট পুলিশ পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেয়া হয়।

পাঠকের মতামত: