কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কক্সবাজারে বৈরি আবহাওয়ায় বিপাকে ট্রলার মালিক-জেলেরা

হঠাৎ বৈরি আবহাওয়ায় বিপাকে পড়েছেন কক্সবাজারের ট্রলার মালিক ও জেলেরা। গত ৪-৫ দিন ধরে সাগরে মাছ শিকার করতে যেতে না পারায় উপকূলে বসে চরম দুঃশ্চিতায় দিন কাটছে জেলেদের। আর ট্রলার মালিকরা বলছেন, লোকসান গুণতে হচ্ছে তাদের।

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল। তাই সাগরে মাছ শিকার বন্ধ করে কক্সবাজার উপকূলে ফিরেছে শত শত মাছ ধরার ট্রলার। বাঁকখালী নদীর মোহনায় ৫-৬ দিন ধরে নোঙর করা নোয়াখালী জেলার সূর্বণচর এলাকার ট্রলার এফবি হাজী ছলিমা। হঠাৎ বৈরি আবহাওয়ার কারণে ট্রলারের জেলেরা প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছেন কক্সবাজার উপকূলে। কিন্তু ট্রলারে থাকা খাদ্যসামগ্রী শেষের দিকে তাই শুধু ভাত আর ডাল দিয়ে চলছে খাবার।

জেলেরা জানান, অনেক কষ্ট করছি। সাগরে জাল মারতে পারছি না। সেই সাথে খাবারও শেষ হয়ে গেছে। মাছ শিকার করতে পারলে আমাদের আয় হয়।

পাঠকের মতামত: