কক্সবাজার, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

কক্সবাজারে র‍্যাব-১৫ এর যত সফলতা

র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর থেকে কক্সবাজারে আইনশৃংখলা স্বাভাবিক রাখতে ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কক্সবাজারে র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর থেকে রোববার পর্যন্ত র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩০ জন নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে বিভিন্ন মামলায় ৬৪৪ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৮৪টি অস্ত্র। র‌্যাব-১৫ প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ২৬ জুলাই পর্যন্ত অভিযানিক সাফল্য ও উদ্ধারের বিষয়ে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব-১৫ এই পর্যন্ত ৫১ লাখ ৬ হাজার ২৮০টি ইয়াবা, ২১ দশমিক ৭ কেজি গাঁজা, ১৭৭ বোতল ফেন্সিডিল, ৭ হাজার ৮৭৩ লিটার চোলাই মদ, ৯৯ বোতাল বিদেশী মদ ও ৩১৮ ক্যান বিয়ার। ৮৪টি অস্ত্রের মধ্যে বিদেশী পিস্তল ৮টি, ওয়ানশুটারগান ৪৮টি, ডিবিবিএল ৭টি, এসবিবিএল ৪টি, থ্রি-কোয়ার্টারগান ২টি, এলজি ১৪টি ও .১২ বোর রাইফেল ১টি।

বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়াদের মধ্যে মাদক সংক্রান্ত ৫৩২ জন, অস্ত্র সংক্রান্ত ৭৭জন এবং অনান্য মামলায় গ্রেফতার ৩৫ জন। বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ৩০ জন। এই সময়ের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৪টি। এতে মোট ৩০ লাখ ৩ হাজার টাকা জরিমানা ও ১১জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত: