কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার জেলা ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন

জাহেদ হাসান::
কক্সবাজারের উখিয়া উপজেলায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে “প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাঁচাই” এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের সার্বিক তত্বাবধানে  মুজিব শতবর্ষ উপলক্ষে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কক্সবাজার জেলা ছাত্রলীগ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে একটি ফলজ, একটি বনজ ও একটি ওষুধি গাছ লাগান।
শুক্রবারন(২৬ জুন)বিকাল ৪টার সময় পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন এই বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন বলেন,
মুজিবর্ষের অঙ্গিকার, দেশ হবে সবুজে সমাহার,
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাই, আমরা আমাদের পরিবেশ ও জীবন বাঁচাই এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্রলীগের  সভাপতি-সম্পাদকের নির্দেশে বৃক্ষ  রোপন কর্মসুচি  পালন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেক ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

পাঠকের মতামত: