কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কক্সবাজার পাসপোর্ট অফিসে দালালি র‍্যাবের জালে শিমুল

কক্সবাজার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দালাল বিরোধী অভিযান চলছে র‌্যাবের। সেই অভিযানে আটকা পড়েছে সাংবাদিক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে অপকর্ম করা সৈয়দ আলম (৪৫) প্রকাশ শিমুল। পাসপোর্টের গ্রাহক সেজেই অভিনব কায়দায় শিমুলকে আটক করে র‌্যাব। সরকারী প্রতিষ্ঠানে গণউপদ্রব বন্ধের নির্দেশের পরেও তা অব্যাহত থাকার অপরাধের আইনে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট মোঃ আবুল মনসুর ও কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসানের নেতৃত্বে গতকাল ৫ সেপ্টেম্বর রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলা অভিযানে আটক ২০ জনের মধ্যে পাসপোর্ট অফিসের দালাল শিমুলকে আটক করা হয়।
এসময় শিমুলের কাছে বেশ কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, শিমুলের বিরুদ্ধে অভিযোগ অনেক আগের। কিন্তু শিমুল কারো সাথে ফোনে লেনদেন করেননা। তাই কৌশলে র‌্যাবের এক সদস্য পাসপোর্ট বানানোর নামে তার সাথে লেনদেন করতে আসে এবং আটক করে। সুত্র: দৈনিক কক্সবাজার

পাঠকের মতামত: