কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

কক্সবাজার শুক্রবারে আরও ৪৩ জনের করোনা ‘পজেটিভ’

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার ৭ আগস্ট ২৭৭ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৪৩জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ৩৪জন, বান্দরবান জেলায় ৭ জন ও বাঁশখালী উপজেলায় ২ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ২৩৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ পাওয়া ৩৪জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৮জন, উখিয়া উপজেলায় ৫জন, চকরিয়া উপজেলায় ২জন, রামু উপজেলায় ২জন, পেকুয়া উপজেলায় ৩জন, মহেশখালী উপজেলায় ৩জন ও টেকনাফ উপজেলায় ১জন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৫৩১ জনে পৌঁছেছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. সাকিয়া হক’র ম্যাপিং থেকে জানা গেছে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ আগস্ট পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৯জন স্থানীয় নাগরিক ও ৬জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৮৬% ভাগ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ৬আগস্ট পর্যন্ত জেলায় ২৮০৭জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৮০’২৭% ভাগ বলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হকের তৈরীকৃত জেলার কোভিড-১৯ এর সার্বিক ম্যাপিং থেকে জানা যায়।

এছাড়া জেলায় ৪৮০জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশন রয়েছেন ১২১ জন করোনা রোগী।

পাঠকের মতামত: