কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

কক্সবাজার সদরের নতুন ইউএনও সুরাইয়া আক্তার সুইটি’র যোগদান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

কক্সবাজার সদরের নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে সুরাইয়া আক্তার সুইটি (১৬৮০১) যোগদান করছেন। ৪ সেপ্টেম্বর কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের কাছে তিনি যোগদান পত্র জমা দেন। এরপর নতুন ইউএনও সুরাইয়া আক্তার সুইটি জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। কক্সবাজার জেলা প্রশাসকের গোপনীয় সহকারী ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন ইউএনও সুরাইয়া আক্তার সুইটি একইদিন বিদায়ী ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ থেকে দায়িত্ব বুঝে নেন। পরে নবাগত ইউএনও সুরাইয়া আক্তার সুইটি’কে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার মোক্তার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কক্সবাজার সদরের নতুন ইউএনও সুরাইয়া আক্তার সুইটি গাজীপুর জেলার বাসিন্দা। তাঁর শ্বশুর বাড়ি হবিগঞ্জে।

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা কর্তৃক ১৯৬ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে সুরাইয়া আক্তার সুইটি সহ ১০জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও হিসাবে নিয়োগ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে কক্সবাজার সদরের বিদায়ী ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ’কে খাগড়াছড়ির রামগড় এর ইউএনও হিসাবে বদলী করা হয়। কক্সবাজার সদরের বিদায়ী ইউএনও মু. মাহমুদ উল্লাহ মারুফ শেরপুর জেলার বাসিন্দা।

পাঠকের মতামত: