কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

কক্সবাজার সদর হাসপাতালে আরো ১০০টি আইসিইউ বেড প্রয়োজন

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরো একশটি আইসিইউ বেড, হাইফ্লো নজেলকেনোলাসহ পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও জনবলের প্রয়োজন। এজন্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠিয়েছেন জেলা সদর হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

কক্সবাজার জেলা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী শনিবার (১৭ এপ্রিল) বিকালে এ চাহিদাপত্র পাঠানোর কথা জানান তিনি।

সভা শেষে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সাংবাদিকদের বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও চিকিৎসায় সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর জন্য আরো একশটি আইসিইউ বেড, হাইফ্লো নজেলকেনোলাসহ পর্যাপ্ত জনবলের চাহিদাপত্র পাঠানো হয়েছে।

তিনি বলেন, করোনা ভাইরাসে বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও অশনিসংকেত দেখা দিয়েছে।

করোনা প্রাদুর্ভাবের ভয়াবহতায় কক্সবাজারের ২৭ লাখ জনগণ, প্রায় ১৩ লাখ রোহিঙ্গা এবং কক্সবাজারে বসবাসকারী বিদেশিসহ সাড়ে ৫ হাজার মানুষের চিকিৎসার সুবিধার্থে এই একশটি আইসিইউ বেডসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন বলে স্বাস্থ্যমন্ত্রীকে জানানো হয়েছে।
এরপর সাইমুম সরওয়ার কমল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজ-খবর নেন।

এসময় হাসপাতালের চিকিৎসক, ব্যবস্থাপনা কমিটির সদস্য রুস্তম আলী চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: