কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক জয়নাল আবেদীন আর নেই , শোক

কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক ,রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়নাল আবেদীন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৩টা বেজে ১৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কক্সবাজার সদরের ভারুয়াখালি সেগুনবাগিচা এলাকার বাসিন্দা মরহুম শের আলী মিয়ার বড় ছেলে। বর্তমানে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় স্বপরিবারে বসবাস করেন। তিনি ২ ছেলে ১ মেয়ের জনক।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন প্রফেসর জয়নালের ছোটভাই সাংবাদিক সৈয়দ জালাল উদ্দিন।
তিনি জানান, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন প্রফেসর জয়নাল আবেদীন। তাকে মঙ্গলবার চট্টগ্রামে নেয়া হয়। তার করোনা নেগেটিভ।
পরিবারে ৪ ভাই ৫ বোনের মধ্যে সবার বড় জয়নাল আবেদীন। ৫০ দিন তাদের মায়ের মৃত্যু হয়েছে।
আজ আসরের নামাজের পর ভারুয়াখালী দ্বীপশিখা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

কক্সবাজার সিটি কলেজের শোক:

অধ্যাপক জয়নাল আবেদিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সাবেক এমপি অধ্যাপিকা এথিন রাখাইন , অধ্যক্ষ ক্যথিং অং ,উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক ,হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপিকা শাহানুর আক্তার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জেবুন্নেছা , সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক মংম্রাছিন,বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা ,হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ ,ইংরেজী বিভাগের অধ্যাপক হাশেম উদ্দিন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপিকা তসলিমা রশিদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অধ্যাপক আবুল কালাম আজাদ ,দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , প্রাণ রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক শারায়াত পারভীন লুবণা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান অধ্যাপক নুরুল আবছার চৌধুরী , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলাম , নাট্যকলা বিভাগের প্রধান অধ্যাপক নুরুল ইসলাম ও কলেজের সকল ছাত্রছাত্রী- কর্মচারীবৃন্দ।

পাঠকের মতামত: