কক্সবাজার, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

করোনাভাইরাস: আক্রান্তে শীর্ষ ১০ দেশ

 

করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। মম্প্রতি সংক্রমণ হার কিছুটা কমলেও আবারও বেশ কয়েকটি দেশে বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। রবিবার (২৮ নভেম্বর ২০২১) সকাল ৯:৩০টা পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ১২ হাজার ৩৭৩ জনে। আক্রান্ত হয়েছেন মোট ২৬ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৭৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৫২২ জন। বিশ্বে আক্রান্ত বিবেচনায় শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে;

যুক্তরাষ্ট্র: করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৯০ লাখ ৭৭ হাজার ৩৫৬ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৯৯ হাজার ৩১২ জনের।

ভারত: আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৫ লাখ ৭১ হাজার ৬১৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৯৭৯ জনের।

ব্রাজিল: আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮০৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ২৩৬ জনের।

যুক্তরাজ্য: বিশ্বে আক্রান্ত বিবেচনায় ৪র্থ স্থানে রয়েছে যুক্তরাজ্য। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১ লাখ ১০ হাজার ৬১১ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৬২৪ জন।

রাশিয়া: আক্রান্তের দিক থেকে ৫ম স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৩৬ হাজার ৯০৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন ২ লাখ ৭১ হাজার ৫৩১ জন।

তুরস্ক: বিশ্বে আক্রান্ত আক্রান্ত বিবেচনায় ৬ষ্ঠ স্থানে রয়েছে তুরস্ক। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৭ লাখ ২৪ হাজার ৬০১ জন এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৩৩ জনের।

ফ্রান্স: বিশ্বে আক্রান্ত আক্রান্ত বিবেচনায় ৭ম স্থানে রয়েছে ফ্রান্স। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৮৮ হাজার ৪২ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৭১ জনের।

ইরান: আক্রান্ত বিবেচনায় ৮ম স্থানে রয়েছে ইরান। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৫ হাজার ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২৯ হাজার ৫৪৯ জনের।

জার্মানি: বিশ্বে আক্রান্ত আক্রান্ত বিবেচনায় ৯ম স্থানে রয়েছে কলম্বিয়া। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ৪৪ হাজার ৯৮০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৩৪০ জনের।

আর্জেন্টিনা: আক্রান্ত বিবেচনায় ১০ম স্থানে রয়েছে আর্জেটিনা। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ লাখ ২৫ হাজার ৪০৫ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ১৬ হাজার ৫১৭ জনের। সূত্র: ওর্য়াল্ডোমিটার

পাঠকের মতামত: