কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনায় বিশ্বব্যাপী মৃত্যু সাড়ে ৭৪ হাজার

গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনাভাইরাস ছড়াতে শুরু করে। এরপর একে একে তা বিশ্বের প্রায় সবদেশে ছড়িয়ে পড়ে। এ মহামারীতে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুয়ায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের ৭৪ হাজার ৬৭৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে কভিড-১৯। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৬ হাজার ২৯৯ জন।

এর মধ্যে করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে ১৬ হাজার ৫২৩ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে ইতালির প্রতিবেশি স্পেনে। দেশটিতে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৩ হাজার ৩৪১ জনের মৃত্যু হয়েছে।

এই ভাইরাসে তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৮৭১ জন। এরপর ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, ইংল্যান্ড ৫ হাজার ৩৭৩ জন এবং ইরানে ৩ হাজার ৭৩৯ জন মারা গেছে।

যুক্তরাষ্ট্র এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্তে সংখ্যায় সবার শীর্ষে আছে। দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৫০৭ জন।

সোমবার পর্যন্ত সরকারি হিসাবে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১২৩ এবং মারা গেছেন ১২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।

পাঠকের মতামত: