কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

করোনা প্রতিরোধকালীন সময়ে বাইক নিয়ে ঘুরাঘুরি: গ্রেপ্তার ৩

জে.জাহেদ::

চট্টগ্রামে করোনাভাইরাস প্রতিরোধকালীন সময়ে সরকারি নির্দেশনা না মেনে সন্ধ্যার পর মোটর সাইকেল নিয়ে অযথা ঘুরাঘুরি করার অভিযোগে তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানার এনায়েত বাজার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন।

গ্রেপ্তার তিন তরুণেরা হলেন- মো. শাহীন ইসলাম (২২), মো ইলিয়াছ (২০) ও মো. মো আলভী (২০)।

তদন্তকারী কর্মকর্তা মো. মমিনুল হাসান জানান, এনায়েত বাজার মোড়ে পুলিশ তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে কোনো সন্তোষজনক সদুত্তর দিতে না পারায় পুলিশ তিনজনকে আটক করেন।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, করোনাভাইরাসের সংক্রামণ রোধে সন্ধ্যা ছয়টা পরে জন সাধারণের চলাচলে আরোপ থাকলেও বিধিনিষেধ না মেনে তারা মোটর সাইকেল নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করছিল। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৬৯ ধারায় ‘(সংক্রামণ রোগ বিস্তার করতে পারে এমন অবহেলা মামলা করা হয়।

পাঠকের মতামত: