কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

করোনা মোকাবেলায় প্রান্তিক হেলথ পোস্টে আধুনিক চিকিৎসা সামগ্রী সংযোজন

প্রেস বিজ্ঞপ্তি::
উন্নয়ন সংস্থা প্রান্তিক উন্নয়ন সোসাইটির বাস্তবায়নে ওভাট হেলপারস এর অর্থায়নে ও মেড গ্লোবালস এর সহযোগিতায় করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থাপিত প্রান্তিক হেলথ পোস্টে আধুনিক চিকিৎসা সামগ্রী সংযোজন করা হয়েছে।
রবিবার ১৩ ডিসেম্বর সকালে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প চারে অবস্থিত প্রান্তিক হেলথ পোস্টে এ উপলক্ষ্যে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ সচিব ও ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ মাহফুজার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলের সমন্বয়ে কর্ম পরিকল্পনা গ্রহণের গুরুত্ব অপরিসীম।
প্রান্তিক মেডিকেল টিম লিডার ডাক্তার জুনায়েদের  সভাপতিত্বে ও আবদুল্লাহ আল হিমেলের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্যাম্প চারের স্বাস্থ্য বিষয়ক মুখপাত্র ডাক্তার রাশেদুজ্জামান মন্ডল, এছাড়াও প্রান্তিকের প্রোগ্রাম ম্যানেজার শাকিল আহমেদ, হোপ ফিল্ড হসপিটালের ক্লিনিক কো অর্ডিনেটর ডাক্তার সাইফুল ইসলাম, গগণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার জয়নাল আবেদীন, ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ডাক্তার হাসানুজ্জামান, ডাক্তার তারেক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন৷

পাঠকের মতামত: