কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

করোনা সংক্রমণ ঠেকাতে কঠোরভাবে মাঠে নেমেছে উখিয়া উপজেলা প্রশাসন

এম ফেরদৌস, উখিয়া::

নোভেল করোনা ভাইরাস প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি ও সমাজিক/শারীরিক দুরত্ব নিশ্চিত করতে আবারো মাঠে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। এরই ধারাবিকতায় উখিয়া ও কোর্টবাজার অভিযান পরিচালনা করে মাস্কবিহীন পথচারী ও গাড়িচালক যাত্রী,বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৯ হাজার ১শত টাকা জরিমানা গুনতে হয়েছে।

রবিবার(২১ মার্চ) উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আমিমুল এহসান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উখিয়া ও কোর্টবাজার স্টেশনে মাস্কবিহীন পথচারী, বিভিন্ন দোকানের শ্রমিক,যানবাহন চালক ও যাত্রীদের করোনা ভাইরাসে সংক্রমণ রোধে জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা প্রদান করা হয়। মাস্কবিহীন ৫৩জন পথচারী ও সাধারণ মানুষকে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৯ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।

সমাস্ক পড়ুন, জনসমাগম এড়িয়ে চলুন।
নিজে নিরাপদ থাকুন, অন্যকেও সুরক্ষা দিন।

পাঠকের মতামত: