কক্সবাজার, বুধবার, ১৫ মে ২০২৪

করোনা সন্দেহে উখিয়ায় একজনের বাড়ি লকডাউন, স্যাম্পল টেস্টে পাঠানো হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::

করোনা রোগী সন্দেহ করে লুকিয়ে থাকা উখিয়া থেকে একজনকে উদ্ধার করে স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হয়েছে।

উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়া থেকে ৮ মার্চ বুধবার রাতে লুকিয়ে থাকাবস্থা থেকে করোনা ভাইরাস উপসর্গ থাকা উক্ত রোগীকে উদ্ধার করা হয়েছে। উখিয়ার ইউএনও মোঃ নিকারুজ্জামানের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, পুলিশ সহ গিয়ে তাকে জনৈক পেঠান আলীর বাড়ি থেকে উদ্ধার করেন। পেঠান আলীর বাড়িটি তাৎক্ষণিক লকডাউন করে দেওয়া হয়েছে।

উদ্ধার করা রোগী হলো কক্সবাজার শহরের পাহাড়তলীর সাত্তার ঘোনার মৃত অছিয়র রহমানের পুত্র আবদুশ শুক্কুর (৬৫)। তার বাড়ি আগে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া চরপাড়ায় ছিলো। সে গত ২ দিন আগে উখিয়া গিয়ে লুকিয়ে থাকে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

পাঠকের মতামত: