কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ক্যাম্পের অভ্যন্তরে ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত হয়েছে।
ক্যাম্পে ট্রাক উল্টে দুই রোহিঙ্গা কিশোরী নিহত

বোরবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উখিয়ার জামতলী ক্যাম্প-১৫-এর ই-৯ ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- ক্যাম্প-১৫ ব্লক-জি/১২-এর বাসিন্দা জিয়াবুল হকের মেয়ে কানতা (১৪) ও একই ক্যাম্পে ব্লক-জি/২-এর বাসিন্দা আব্দুস সালামের মেয়ে কলিমা (১২)।

মরান হোসেন জানান, উখিয়ার জামতলী ক্যাম্প ১৫ এর ই-৯ ব্লকে একটি এনজিও অফিসের সামনে ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই কিশোরী ট্রাকটির নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ট্রাকটি এনজিও সংস্থা ‘কেয়ার বাংলাদেশ’-এর জন্য ১০ হাজার ইট নিয়ে ক্যাম্পে আসে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ওই দুই কিশোরীর মরদেহ উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: