কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

ক্রিকেট মাঠেই রিজওয়ানের নামাজ পড়ার ভিডিও ভাইরাল

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়েও দারুণ নৈপুণ্য দেখিয়ে ১৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে বিশ্বকাপ ইতিহাস গড়ল পাকিস্তান। কিন্তু এ জয়কেও ছাপিয়ে গেছে যে বিষয়টি তা হলো, পানীয় বিরতিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের সালাত আদায়ের ঘটনাটি।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান পাক অধিনায়ক বাবার আজম। শুরুতেই পেসার শাহীন শাহ আফ্রিদিকে নাকাল হয়ে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। এরপর ভারত অধিনায়ক কোহলি একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন।

এ সময় পানীয় বিরতি দিলে সেই সুযোগে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান এমন কিছু করেন, যা কোটি ভক্তের হৃদয় জয় করেছে।

রিজওয়ান তার গ্লাভস এবং হেলমেট খুলে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে মাগরিবের নামাজ আদায় করেন। লাইভ চলাকালীন একজন খেলোয়াড়ের স্রষ্টার প্রতি এই আত্মসমর্পনের দৃশ্য গোটা মাঠে পবিত্র এক আবহের তৈরি করে। গ্যালারি দর্শকরাও চিৎকার- চ্যাচামেচি ছেড়ে অন্যরকম অনুভূতিতে মিশে যায়।

রিজওয়ানের এই সালাত আদায়ের বিষয়টি ক্রিকেটপাগলদের এতোটাই নাড়া দিয়েছে যে, মুহূর্তেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
টুইটার , ফেসবুক, ইনস্টায় ভিডিওটি সয়লাব এখন। তার ভক্ত অনুরাগীরা ছাড়াও রিজওয়ানের ভূয়সী প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।

পাঠকের মতামত: