কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

খাগড়াছড়িতে বাস চাপায় জিপের চালক নিহত

খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের সাত মাইল এলাকায় শান্তি পরিবহনের বাসের চাপায় আইয়ুব আলী (২৭) নামে এক জিপ চালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুর আলীর বাড়ি খাগড়াছড়ি সদরের শালবন এলাকায়। তার দুইটি সন্তান রয়েছে।

জিপ মালিক সমিতির সভাপতি আজিম জানায়, সকালে চাঁদের গাড়ির (জিপ) সাথে শান্তি পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে দুই বাসের শ্রমিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জিপের চালক আইয়ুব আলীকে গাড়িতে ব্যবহৃত ব্রাশ দিয়ে শ্রমিকরা মাথায় আঘাত করে। এতে সে রাস্তায় পড়ে গেলে শান্তি পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শান্তি পরিবহনের গাড়িটি বর্তমানে থানায় আটক রয়েছে।

এ খবর ছড়িয়ে পড়লে জিপ গাড়ির বিক্ষুব্ধ শ্রমিকরা খাগড়াছড়ি শান্তি পরিবহনের বাস ও টিকিট কাউন্টার ভাঙচুর করে এবং শহরে উত্তেজনার সৃষ্টি হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘাতক বাসটি আটক করা গেলেও চালক পলাতক। এখনো কেউ মামলা করেনি। লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে।

শান্তি পরিবহন মালিক গ্রুপের সভাপতি মাহবুব-উল আলম জানান, ঘটনার পর জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ পরিবহন নেতাদের সাথে এক জরুরি বৈঠকে বসে। বৈঠক থেকে সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানানো হয়।

পাঠকের মতামত: