কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

গণস্বাস্থ্যের কিট নিয়ে ঔষধ প্রশাসন পজিটিভ

গণস্বাস্থ্যের কিট নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর পজিটিভ বলে জানিয়েছেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ এবং কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার।

রোববার ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এর আগে দুপুর ১২টার দিকে ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও কিট উন্নয়ন দলের কয়েকজন বিজ্ঞানী ঔষধ প্রশাসন অধিদপ্তরে যান।

মুহিব উল্লাহ খোন্দকার বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তর সঙ্গে কথা হয়েছে। কিট নিয়ে আমরা আশাবাদী। খুব শিগগির আমরা উদ্ভাবিত কিট সরবরাহ করতে পারব বলে আশাবাদী।

গণমাধ্যমে কথা বলার আগে ‌ডা. মুহিব উল্লাহ সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে, ডি‌জি‌ডিএ আমা‌দের কথা পজিটিভলি শুনেছেন। এন্টিবডির বিষয়ে আমা‌দের ইন্টারনাল ভে‌লি‌ডেশান রি‌পোর্টকে আম‌লে এনে নিবন্ধ‌নের অনু‌রোধ ক‌রে‌ছিলাম। ডি‌জি‌ডিএ বিদ্যমান সরকারী ‌নিয়‌মে আবার সিআরও এর মাধ্য‌মে ইউএস এফ‌ডিএ আম‌ব্রেলা গাইডলাইনস্ এক্সটারনাল ভে‌লি‌ডেশান কর‌তে ব‌লে‌ছেন। এর জন্য আমা‌দের আ‌বে‌দিত রি‌য়ে‌জে‌ন্টের জন্য এনওসি দি‌য়ে দি‌বেন।

এ‌ন্টি‌জেনের নী‌তিমালা আগা‌মী বুধবার ফাইনাল হ‌বে জানিয়ে তিনি বলেন, তারা একটা ফর‌মেট পাঠা‌বেন। ওটা অনুযায়ী প্র‌টোকল আপ‌ডেট ক‌রে জন্য জমা দি‌তে ব‌লে‌ছেন।

পাঠকের মতামত: