কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

গাজীপুরে বন্দুকযুদ্ধে শিশু আলিফ হত্যার প্রধান আসামি নিহত

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় শিশু আলিফ হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি জুয়েল আহেমদ ওরফে সবুজ (২২) র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

রোববার (৩ মে) মহানগরীর কোনাবাড়ী পারিজাত এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনা স্থল থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরও বলেন, জুয়েল আহেমদ ওরফে সবুজকে নিয়ে কোনাবাড়ী এলাকায় অভিযানে গেলে আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় র‌্যাব পাল্টা গুলি ছুড়লে শিশু আলিফ অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি জুয়েল নিহত হয়।

নিহত জুয়েলের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পদিপাড়া গ্রামে। তার বাবার নাম রফিক উল্লাহ।

উল্লেখ্য, গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে শিশু অপহরণের ৫ দিন পর নিজ বাড়ির গোডাউন থেকে শনিবার রাতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে র‌্যাব-১ এর সদস্যরা।

এ ঘটনায় জড়িত সন্দেহে সাগর নামে একজনকে আটকও করা হয়।

পাঠকের মতামত: