কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

গোপন পাখি: কবি রফিকুল ইসলাম রাইসুল

কবি রফিকুল ইসলাম রাইসুল

গোপন পাখি

মনের রঙিলা খাঁচায় পাখিটি বেঁধেছি,
পুষেছি কতো আলাপ।
অবেলায় ঝড় এসে ভাঙলো ঘর,
কষেছি আহাজারির শোকের বিলাপ।

মস্তিষ্কের মানচিত্রে ঘুরপাক খেলে,
মানুষ কেন এভাবে?
এমন নিষ্ঠুরভাবে দেশলাই কাঠির মতো পুড়িয়ে,
পরিত্যক্ত গম্বুজের মতো যায় ফেলে।
কি অদ্ভুত জীবন!
কেন এতো হেলেদুলে।

আকাশ খুঁজে কবিতার পঙ্খি,
কবিতা খুঁজে বনিতার রশ্মি।
শব্দ খুঁজে এলোকেশীর সুগন্ধি,
হামাগুড়ি কবি খুঁজে গোলাপের ক্লান্ত কান্তি।

ধুলোমাখা স্মৃতি,
কতো যে কিভাবে করে আকুতি?
নিশ্চুপ উৎকণ্ঠায় ঘটে বিস্মৃতি।
তিক্ত জীবন ছিঁড়ে খুঁজি তীর্থ জাগতি।

প্রেমিক তো আমি নই,
নই কারো হৃদয়ের দামি অংশীদার।
আমি তো অকেজো বোকা যাযাবর,
অাধেক মৃত দেহের জঘন্য পাহারাদার।
আমি তো এক মিছে মানুষ।
জীবনের যাবতীয় স্বপ্ন বিক্রি করে উড়িয়ে দিই সুখের ফানুশ।

পাঠকের মতামত: