কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঘুমধুমে বীর বাহাদুরের স্বপ্ন কলেজ প্রতিষ্ঠা করে সফলতার পরিচয় দেবো শফি উল্লাহ

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব নির্ধারিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৮ ফেব্রুয়ারী) বিকালে ঘুমধুম উচ্চ বিদ‌্যালয় মাঠে ঘুমধুম কলেজ বাস্তবায়ন কমিটি উদ্যোগে কমিটির কার্যনির্বাহী সদস্য ছৈয়দ আলমের স্বাগত বক্তব‌্য ও ধর্মীয় গ্রন্থ পাঠের মধ‌্যদিয়ে শুরু হয় মতবিনিময় সভা।

নাইক্ষ‌্যংছড়ি উপজেলা চেয়ারম‌্যান ও কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি অধ‌্যাপক মোঃ শফিউল্লাহর সভাপতিত্বে অনষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ফরিদ,টেকনাফ ডিগ্রী কলেজের অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজ,উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক তৌহিদুল আলম তৌহিদ,বান্দরবান সরকারী কলেজের প্রভাষক জয়দেব কর্মকার,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান খাইরুল বশর,ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, সদর ইউপির চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, সাংবাদিক নুর মোহাম্মদ শিকদার, কক্সবাজারস্থ র‌্যাব ১৫ সিও’ র প্রতিনিধি মোহাম্মদ জাকের হোসেন,মাষ্টার খাইরুল বশর,মাষ্টার হামিদুল হক,মাষ্টার দীপন বড়ুয়া,মাষ্টার সাজেদ উল্লাহ,মাষ্টার আবদুর রহিম শাওন, এডভোকেট তারেক আজিজ জামী, কামাল উদ্দিন মেম্বার, পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, রাজাপালং ইউপি সদস‌্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন,কক্সবাজার ইংলিশ মিডিয়াম কেজি স্কুলের শিক্ষক নুর হোসেন,ডাঃ শাহজাহান প্রমুখ। এছাড়াও মুক্তিযোদ্ধা আবদুস সালাম,ইয়াকুব মিয়া, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি বদর উল্লাহ বিদু, ছাত্রনেতা ইব্রাহীম খলিল,ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর,সাধারণ সম্পাদক নুর হোসেন শিকদার,ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷

মতবিনিময় সভায় বক্তারা ঘুমধুম ইউনিয়নে কলেজ প্রতিষ্ঠাই সকলেরই গুরুত্বপূর্ণ মতামতে যা যা করণীয় তা পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ বলেন.পার্বত‌্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং এমপির স্বপ্ন কলেজ প্রতিষ্ঠা করে সফলতার পরিচয় দেবো ইনশাআল্লাহ।

এসময় তিনি ঘুমধুমের মানুষের কলেজ প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন পুরণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। এ সরকার শিক্ষা বান্ধব সরকার তাই মন্ত্রী বীর বাহাদুর এমপির ঐকান্তিক প্রচেষ্টার ফসল হউক ঘুমধুম কলেজ এমনটাই প্রত্যাশা সকলের।

পাঠকের মতামত: