কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সিলেটের বানভাসিরা

বানের পানি নতুন নয়, সিলেটের মানুষের কাছে। প্রায় প্রতিবছরই বন্যায় ভুগতে হয় তাদের। তবে এবারের মতো অল্প সময়ে পানির এত তোড় আগে দেখেননি অনেকেই। কিছু বুঝে ওঠার আগেই তলিয়ে গেছে সব।

সিলেটের বানভাসি মানুষের চোখে-মুখে এখন স্বপ্ন বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর। বলছেন, আরেকটু পানি কমলেই ফিরবেন নিজ ভিটায়। আবার গড়ে তুলবেন বাড়িঘর-আসবাব; শুরু করবেন নতুন জীবন।

এরমধ্যে পানি পুরোপুরি না নামলেও বাড়িতে উঠে গেছেন অনেকেই। কারো সাহায্যের আশায় বসে না থেকে শুরু করেছেন ঘর বাড়ি সংস্কার আর পরিচ্ছন্নতার কাজ। জীবন জীবিকার সন্ধানে বানের পানিতেই মাছ ধরার চেষ্টা করছেন তারা। জানালেন, ফিরতে চান স্বাভাবিক জীবনে।

আবাদি জমি থেকে বসতভিটা, ঘর বাড়ি-আসবাব, গবাদিপশু এমনকি হাড়ি-পাতিল সবই ভেসে গেছে বানের জলে। গাদাগাদি করে এমন অনেককে এখনও আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে।

প্রায় সব হারানো কিন্তু দারুণ আত্মবিশ্বাসী বানভাসি মানুষ এও জানেন, আবারও আসতে পারে এমন বিপদ।

পাঠকের মতামত: