কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ইয়াবাসহ কথিত সাংবাদিক আটক

চকরিয়ার হারবাং থেকে জসিম উদ্দিন (৩০) সাংবাদিক পরিচয়ধারী এক ব্যক্তিকে ১৫১টি ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হারবাং ৯ নম্বর ওয়ার্ডের গোলাম ছোবহান মিয়ার ঘোনা নামক এলাকা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

আটক জসিম উদ্দিন চকরিয়া উত্তর হারবাং কোরবানীয়া ঘোনা মৃত সোলতান আহমদের ছেলে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের ও হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মাহ্তাবুর রহমান এর নেতৃত্বে হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশের একটি টিম অভিযান চালানো হয়।

আটক জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন। দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ নানা অপকর্ম করে আসছিল জসীম উদ্দিন এবং হোছন আলী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

হারবাং ফাঁড়ির এসআই মোরশেদ বাদী হয়ে জসিম ও হোসেন আলীকে বিবাদী করে চকরিয়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, কথিত সাংবাদিক জসিম এবং তার সহযোগি হোছন আলীর (পলাতক) বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। ইয়াবাসহ হাতেনাতে আটক জসিমকে আদালতে সোপর্দ করা হলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। পলাতক হোছন আলীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।সাঙ্গু

পাঠকের মতামত: