কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় কৃষকের ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

কক্সবাজারের চকরিয়ায় কৃষকের ১০ শতক জমির রোপিত ধানের চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে গরিব কৃষকের ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন।

জানা যায়, উপজেলার দিগরপানখালী গ্রামের দরিদ্র কৃষক মো. এরশাদ স্থানীয় আবু ছৈয়দ সওদাগরের ওয়ারিশগনের কাছ থেকে বেশ কিছু জমি লিজ নেন।

কিন্তু ওই এলাকার কয়েকজন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাতে ১০ শতক জমির চারা উপড়ে ফেলেন। সকালে চাষী এরশাদ জমিতে গেলে ধানের চারা উপড়ানো অবস্থায় দেখতে পান।
ক্ষতিগ্রস্ত চাষী মো. এরশাদ বলেন, জমিতে চারা রোপনের সময় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। তাদের দাবি পূরণ না করায় ধানের চারা উপড়ে ফেলা হয়েছে।

এতে আমার ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ জানাবেন বলে জানান তিনি। এছাড়া প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত চার্ষী এরশাদ।

পাঠকের মতামত: