কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চকরিয়ায় লাল গোলাপ, গ্লাডিওলাসের বাম্পার ফলন

ভালোবাসা দিবস এরপর ২১ ফেব্রুয়ারি তাই ব্যস্ততা বেড়েছে চকরিয়ার ফুল চাষিদের। এই বিশেষ দুটি দিবসকে কেন্দ্র করে উপজেলার বরইতলির গোলাপ ও গ্লাডিওলাস ফুল চাষীরা তাদের কাঙ্খিত লক্ষ্য পূরণে আগেভাগেই বাগানের পরিচর্যা শুরু করেছেন।

ফুল ব্যবসায়ীরা জানান, এ বছর ফুলের বাম্পার ফলন হয়েছে।

পুরো বাগান জুড়ে ফুল আর ফুল প্রতিটা লাল গোলাপ পাইকারি বিক্রি হয় ১৫ থেকে ২০ টাকা।লাল সাদা গ্লাডিওলাস বিক্রি হয় ১৮,থেকে ২০ টাকায়। চাষীরা জানান,সরকারি পৃষ্ঠপোষকতা ফুল চাষের পরিধি বাড়ানো সম্ভব।
চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইসরাত জাহান সুইটি জানান,আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ফুলের ফলন ভাল হয়েছে।দাম ও ভাল পাচ্ছে।ফুল চাষীদের সমিতির মাধ্যমে সহযোগীতা দেয়া হচ্ছে।

এসব ফুল কক্সবাজার,চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তের ফুল পাইকাররা বাগান থেকেই ক্রয় করে নিয়ে যায়।

পাঠকের মতামত: