কক্সবাজার, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে রাতে আঘাত হানতে পারে কালবৈশাখী

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার (৫ মে) রাতের যেকোনও সময় ঝড়বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বজ্রপাতেরও সম্ভাবনা আছে। গত কয়েক দিন ধরে থেমে থেমে যে বৃষ্টি হয়েছে তাতে তাপমাত্রা কমেছে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি। ফলে আগামী কয়েক দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, গত কয়েক দিন সন্ধ্যার পর চট্টগ্রামের বিভিন্ন এলাকাসহ আশপাশের অঞ্চলে ঝড়বৃষ্টি হয়েছে। এখনও আকাশ মেঘলা আছে, আর্দ্রতাও কম। রাতের মধ্যে যেকোনও সময় ঝড়বৃষ্টি হতে পারে। শুধু চট্টগ্রাম বিভাগ নয়, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাঠকের মতামত: