কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চট্টগ্রামে আরও ৪৯ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। রবিবার  (১০ মে) রাত ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২১৭ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২২টি পজিটিভ। এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে ৯৭  টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫৩ টি পজিটিভ।  চট্টগ্রাম জেলায় ৩৫ জন, ফেনী জেলায় ৭ জন, লক্ষীপুর জেলায় ৩জন এবং নোয়াখালী জেলায় ৮ জন।

বিআইটিআইডিতে মহানগরসহ চট্টগ্রাম জেলায় ১৪ টির মধ্যে মহানগরীতে ১০জন এবং  উপজেলায় ৪জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ভিন্ন জেলায় ৮জন শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে ১৪ জন পজিটিভের মধ্যে  সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ১ জন, চন্দনাইশের দোহাজারীতে ১জন, মীরসরাই অলিনগরে ১জন, হাটহাজারীর ডাকবাংলো রোডে ১জন শনাক্ত হয়েছে।

মহানগরীরর ১০ জনের মধ্যে আগ্রাবাদ হাজীপাড়ায় ১জন, হালিশহরে ২জন,  নাসিরাবাদের মেয়রগলিতে ১জন, সরাইপাড়া ১জন, একে খান ১জন, উত্তর কাট্টলী ১জন, মুন্সীপাড়া ১জন, কর্ণেলহাট ১জন, ফিল্ড হাসপাতালে ১জন। ১৯৫  টি নেগেটিভ।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে
চট্টগ্রামের ৩৫ জন পজিটিভের মধ্যে মহানগরীর মনছুরাবাদের নিউ মনছুরাবাদ ২জন, লোহাগাড়া উপজেলায় ১৪ জন, রাংগুনিয়ায় ১০জন, সন্ধীপে ৭জন,  বাশখালীতে ১জন,  রাউজানে ১ জন।  মোট ৪৪ টি  নেগেটিভ।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩ টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ।

এ নিয়ে চট্টগ্রামে রোববার রাত পর্যন্ত করোনা আক্রান্ত রোগী দাঁড়িয়েছে ২৬৮ জনে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।

পাঠকের মতামত: