কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে নতুন করে আরও ৬ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আজ মঙ্গলবার রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে চট্টগ্রাম নিউজকে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, মঙ্গলবার বিআইটিআইডিতে ২৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ৭ জনের।

এর মধ্যে ৬ জন নতুন রোগী। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৫ জন ও লোহাগাড়ার বাসিন্দা একজন রয়েছেন। কাঠগড় একজন, দামপাড়া একজন, পাঁচলাইশ একজন, নন্দনকানন একজন, মা ও শিশু হাসপাতাল একজন ও একজন লোহাগাড়ার। এদের মধ্যে পাঁচলাইশ ও নন্দন কানন এলাকায় আক্রান্ত দু’জনই চিকিৎসক, ও নার্স আবিদা সুলতানা( ৩৬), মা ও শিশু হাসপাতাল।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১২ জনে। চট্টগ্রামে আক্রান্তের মধ্যে নগরের ৭৯ জন, সাতকানিয়ার ১৬ জন, লোহাগাড়ার ৩ জন, সীতাকুণ্ডের ৪ জন, বোয়ালখালীর ১ জন, পটিয়ার ৩ জন, আনোয়ারার ১ জন, চন্দনাইশের ২ জন, সন্দ্বীপের ১ জন, বাঁশখালীর ১ জন, রাঙ্গুনিয়ার ১ জন, ফটিকছড়ির ১ জন ও মিরসরাইয়ের ২ জন রয়েছেন।

এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৮ জন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ৩০ জন।

পাঠকের মতামত: