কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে বইমেলা থেকে ‘জঙ্গি সন্দেহে’ যুবক আটক

চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের বইমেলা থেকে ‘জঙ্গি সন্দেহে’ এক যুবককে আটক করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও কোতোয়ালি থানা পুলিশ। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বইমেলার পাশের এম এ আজিজ স্টেডিয়ামের মূল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) মুজাহিদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট কোনো অভিযোগের ভিত্তিতে নয়, সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদের জন্য ২২ বছর বয়সী এক যুবককে থানায় আনা হয়েছে। যুবকটি একটি মাদ্রাসার ছাত্র। সন্ধ্যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হস্তান্তর করা হয়েছে ।

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (দক্ষিণ) মুহাম্মদ রাইসুল ইসলাম জানান, বইমেলা থেকে সন্দেহবশত একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বাকিটা জানা যাবে।

উল্লেখ্য, চট্টগ্রামের বইমেলায় ইসলামি বই নিষিদ্ধ করা হয়েছে বলে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি পক্ষ।

পাঠকের মতামত: