কক্সবাজার, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চতুর্থ দিনের চ্যালেঞ্জ : প্রথম ইনিংসে ব্যাটিং শ্রীলঙ্কার

বাংলাদেশের করা ৩৬৫ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে সকাল ৯টা ৩০ মিনিটে।

বৃষ্টির দরুন ঢাকা টেস্টের তৃতীয়দিন খেলা হয়েছে দুই সেশনেরও কম। একটা বড় সময় বৃষ্টিতে ভেসে যাওয়ার ফল নিয়ে সংশয় তৈরি হয়েছে।

শ্রীলংকার সহকারী কোচ নাভিদ নেওয়াজ মনে করছেন, চতুর্থ ও পঞ্চমদিনে স্পিনাররা সুবিধা পেলে ম্যাচের ফল হতেও পারে।

কাল তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা কয়েকটা সেশন খেলতে পারিনি বৃষ্টির কারণে। কালকের দিনটা (আজ) গুরুত্বপূর্ণ। যদি উইকেটে একটু বেশি স্পিন ধরে, তাহলে ফলাফল সম্ভব।’

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে তৃতীয়দিন শেষে শ্রীলংকার স্কোর ২৮২/৫। পাঁচ উইকেট হাতে রেখে তারা ৮৩ রানে পিছিয়ে। ম্যাচে লিডের আশা শ্রীলংকার। নেওয়াজ বলেন, ‘ভালো খেলে আমরা লিড নিতে চাই। এজন্য কঠোর পরিশ্রম করতে হবে। চতুর্থদিনে ৮৩ রান টপকানো কঠিন। আমরা কাল (আজ) প্রথম সেশন ব্যাটিং করতে চাই খুব ভালোভাবে। সমান অবস্থায় আসার পর দেখবো কত দ্রুত রান তুলতে পারি।’ তিনি বলেন, ‘দুদলের অবস্থান প্রায় সমানই বলা যায়। উইকেট এখনো ভালো। কিছুটা

টার্ন আছে। ব্যাটারদের জন্য একমাত্র চিন্তার কারণ হয়তো বল কিছুটা নিচু হচ্ছে। এছাড়া এখনো ব্যাটিংয়ের জন্য ভালো।’

পাঠকের মতামত: