কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চবির রিসার্চ সেন্টারে ঝুলছিল ১৮ কেজির অজগর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রায় ১২ ফুট লম্বা ১৮ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুর দুইটায় চবির সমাজ বিজ্ঞান রিসার্চ  সেন্টারের ভেতর থেকে সাপটি উদ্ধার করে চবির প্রাণিবিদ্যা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অদূরে জঙ্গলে সাপটি ছেড়ে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নিরাপত্তা দপ্তরের প্রধান আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীরা প্রথমে সাপটি দেখতে পায়। পরে সাপটি উদ্ধারে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের খবর দিই। তারা এসে অজগরটি উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার শিক্ষার্থী এবং ভেনম রিসার্চ সেন্টারের শিক্ষানবিশ গবেষক রফিকুল ইসলাম বলেন, এটি বার্মিজ পাইথন প্রজাতির সাপ। সাপটি রোদ পোহাতে কিংবা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করছি। এর ওজন প্রায় ১৮ কেজি ও লম্বায় ১২ ফুট। পরে আমরা উদ্ধার করে বায়োলজি ফ্যাকাল্টির পাশে গভীর জঙ্গলে ছেড়ে দিয়েছি।

পাঠকের মতামত: