কক্সবাজার, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

চবির সিনেট অধিবেশন শনিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৩তম বার্ষিক সিনেট অধিবেশন শনিবার (২৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এতে ২০২১-২২ অর্থবছরের জন্য ৩৫১ কোটি ৮১ লাখ টাকার বাজেট পেশ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিনেট অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বার্ষিক সিনেট অধিবেশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় উপাচার্যের সম্মেলন কক্ষে শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শুরু হওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতিতে এবারের অধিবেশনে দুভাবে সিনেট সদস্যদের অংশ নেওয়ার সুযোগ থাকছে স্বশরীরে ও অনলাইনে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, আগামীকাল শনিবার স্বাস্থ্যবিধি মেনে আমাদের (চবি) ৩৩ তম বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত: