কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চলন্ত লঞ্চে সন্তান প্রসব!

ঢাকা থেকে বরিশালে যাবার পথে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে গর্ভবর্তী এক নারী কন্যা সন্তান প্রসব করেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় মেঘনা নদীতে ওই লঞ্চটিতে এ ঘটনা ঘটে।

বর্তমানে শিশু সন্তানসহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল এলাকার বাসিন্দা ফোরকান হাওলাদারের স্ত্রী ফাহিমা বেগম সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

লঞ্চ সূত্রে জানা গেছে, ফোরকান হাওলাদার ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করেন। তার গর্ভবতী স্ত্রী ফাহিমাকে নিয়ে শনিবার রাতে ঢাকা থেকে এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ২১০ নম্বর কেবিনে করে বরিশালের উদ্দেশে যাত্রা করেন। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীর প্রসব বেদনা দেখা দিলে তিনি লঞ্চের অন্য যাত্রীদের সাথে বিষয়টি আলাপ করেন

দুজন নারীর সহায়তায় নিরাপদে বাচ্চা প্রসব করান। এ সময় গরম পানি, স্যাভলনসহ যাবতীয় সহায়তা করেন লঞ্চের স্টাফরা। নিরাপদে শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরে গোটা লঞ্চে মাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হয়।

এদিকে, খবরটি জানতে পেরে লঞ্চ কোম্পানির চেয়ারম্যানের স্ত্রী ওই শিশুটির নাম নুসাইবা রেখেছেন। এছাড়া চেয়ারম্যান নিজাম উদ্দিন মৃধার পক্ষ থেকে ওই দম্পতি ও শিশুটির আজীবনের জন্য এ কোম্পানির লঞ্চে যাতায়াত ফ্রি করার ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন লঞ্চের সুপারভাইজার নুর খান মাসুদ। এ খবরে লঞ্চের একজন যাত্রী তার কাছে থাকা মিষ্টি যাত্রীদের মাঝে বিতরণ করেন।

পাঠকের মতামত: