কক্সবাজার, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

চাঁদপুরে রোহিঙ্গা পুরুষের পেটে মিললো ১৫শ’ ও নারীর পোশাকে ১৪শ’ পিস ইয়াবা

রোহিঙ্গা পুরুষটি গিলেছিলেন ইয়াবার প্যাকেট আর তার স্ত্রী এই মাদক বহন করছিলেন পরিধেয় পোশাকের ভেতরে। গোপন সংবাদে তাদের আটক করে পুরুষের পেট থেকে ১৫শ’ আর নারীর পেটিকোটে সেলাই করা অবস্থায় আরও ১৪শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সোমবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর বাবুরহাট মতলব সড়কের প্রবেশ মুখ থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার আমতলী গ্রামের বসবাসকারী সুপ্রিয়ং (৫৩) ও তার স্ত্রী গান্ধী (৪৫)।

এসময় তাদের শরীরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে সুপ্রিয়ংয়ের পেটের ভেতরে থাকা ৩০ প্যাকেটে ১৫শ’ পিস ও তার স্ত্রী গান্ধীর পেটিকোটের সাথে সেলাই করা ১৪শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। যা পরবর্তীতে এক্স-রে করে নিশ্চিত হন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান চাঁদপুরে আনা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে একটি টিম নিয়ে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় অভিযান পরিচালনা করি। সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ইয়াবা রাখার কথা স্বীকার করেন।

পাঠকের মতামত: