কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চুল পড়া কমানোর কার্যকরী ৫ উপায়

প্রতিদিন একশোটি চুল ঝরে যেতে পারে প্রাকৃতিক নিয়মেই। তবে এর বেশি ঝরলেই কিন্তু বিপদ! চুলে চিরুনি দিলেই যদি গোছা গোছা চুল উঠতে থাকে, তবে কিছু ঘরোয়া উপায় মেনে দেখতে পারেন। এরপরেও যদি অস্বাভাবিক চুল পড়া না কমে, তবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

আমলকী
ভিটামিন সি যুক্ত আমলকী চুল পড়া বন্ধ করতে দারুণ কার্যকর। আমলকী বেটে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আমলকী থেঁতো করে নারকেল তেলে সারা রাত ভিজিয়ে রেখে পরদিন সেই তেল চুলে ম্যাসাজ করলেও উপকার পাবেন।

পেঁয়াজের রস
চুলের গোড়া শক্ত করতে পেঁয়াজের রসের জুড়ি নেই। পেঁয়াজের রসের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

টক দই
টক দই অল্প লেবুর রস মিশিয়ে ফেটিয়ে সরসরি লাগান চুলের গোড়ায়। আধা ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

তেল
চুলের যত্নে তেলের কোনও বিকল্প নেই। কয়েক ধরনের তেল একসঙ্গে মিশিয়ে গরম করে চুলে ম্যাসাজ করতে পারেন। এরপর গরম তোয়ালের ভাপ নিয়ে নিন।

ভেষজ প্যাক
শিকাকাই, নিম পাতা গুঁড়া, অ্যালোভেরার জেল ও আমলকী একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এটি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন। কমে যাবে চুল পড়া।

পাঠকের মতামত: