কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

জব্দ করা ডিভাইস থেকে ছবি ছড়ায়নি: ওসি, পরামর্শ করে পরে মামলা: শিপ্রা

অবসরপ্রাপ্ত মেজর সিনহার টিমের সদস্যদের কাছ থেকে উদ্ধার করা হার্ড ড্রাইভ ও অন্যান্য ডিভাইস থেকে শিপ্রা দেবনাথের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়ায়নি বলে দাবি করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।

সকালে যমুনা টেলিভিশনকে তিনি বলেন, এখন পর্যন্ত ডিভাইসগুলো রামু থানার হেফাজতেই রয়েছে। ঘটনার দিন উর্দ্ধতন কর্তৃপক্ষের বার্তা পেয়ে নীলিমা রিসোর্টে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে উদ্ধারকৃত ডিভাইসগুলোর নতুন জব্দ তালিকা তৈরি করে আদালতে পাঠানো হয়েছে। সেগুলো সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হবে নাকি তদন্তকারী সংস্থা র‌্যাবের কাছে পাঠানো হবে সে সিদ্ধান্ত আদালত দেবে।

এদিকে রামু থানায় এসে ডিজিটাল নিরাপত্তা আইনে শিপ্রা দেবনাথ আজ মামলা করবেন না বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন। তার আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তীতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সূত্র: জমুনা টিভি

পাঠকের মতামত: