কক্সবাজার, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

জোর করে ভাসানচরে পাঠানো হচ্ছে রোহিঙ্গাদের, অভিযোগ অ্যামনেস্টির

রোহিঙ্গাদের জোর করে ভাসানচরে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তাদের দাবি, চরটি এখনো মানব বসতির জন্য নিরাপদ নয় এবং রোহিঙ্গারা সেখানে যাওয়ার জন্য রাজি নয়।

সংস্থাটির অভিযোগ, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোর দ্বায়িত্বে থাকা কর্মকর্তারা  ভাসানচরে পাঠানোর জন্য জোর করে নিবন্ধন করাচ্ছে রোহিঙ্গাদের। ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়ায় ইচ্ছার বিরুদ্ধে কাউকে সেখানে না পাঠানোর আহ্বান জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

পাশাপাশি চরে স্থানান্তর করা রোহিঙ্গাদেরও ফিরিয়ে আনার দাবি জানায় সংস্থাটি।

পাঠকের মতামত: