কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টিকা না নিলে স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা অন্তত এক ডোজ টিকা না নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘টিকা যে শিক্ষার্থীরা না নেবে তারা স্কুল-কলেজে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে করোনার টিকা নেওয়া থাকতে হবে।’

জন্ম সনদসহ যেকোনো সনদ নিয়ে গেলেই শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

পাঠকের মতামত: