কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফের লেদা থেকে ১৬ এপিবিএন এর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার -০১

আবদুল্লাহ আল সম্রাট, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গ্রামের লেদা বাজারে এপিবিএন ১৬ এর সহকারী পরিচালক মোঃ তারিকুল ইসলাম তরিক এর নির্দেশে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অভিযানে, মোঃ ফাহিম (১৯) নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসী কে গ্রেফতার করতে সক্ষম হয়।

শুক্রবার (০৬ য়ে, মে) রাত সাড়ে ১২:টার দিকে লেদা এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে লেদা বাজার এলাকা হতে পূর্ব লেদা গ্রামের মোঃ হোসেন এর পুত্র: মোঃ ফাহিম (১৯)কে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে গ্রেফতার করে এবং তার নিকট থেকে একটি ওয়ান শুটার গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করে। গ্রেফতারকৃত ফাহিম অপর স্থানীয় সন্ত্রাসী রুবেল (এপিবিএন কর্তৃক গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে) এর ঘনিষ্ঠ সহযোগী মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায়
হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসীরা জানান,এলাকার প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় ফাহিম ত্রাস সৃষ্টি করে আসছিল দীর্ঘদিন। এসব অস্ত্র যোগানদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হলে টেকনাফ সন্ত্রাসমুক্ত হবে।

পাঠকের মতামত: