কক্সবাজার, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

টেকনাফে অনুমোদনবিহীন দ্রুতগামী ১০ মোটরসাইকেল জব্দ

কক্সবাজারের টেকনাফে বৈধ কাগজপত্র না থাকায় অনুমোদন বিহীন দ্রুতগামী ১০টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। এসময় ট্রাফিক আইন অমান্য করার করার অভিযোগে আরও ১০০টি মামলা রুজু করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত  টেকনাফ পৌরসভার বিভিন্ন রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়েছে। এ তথ্যটি  নিশ্চিত করেছেন টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল  মামুন ভুইয়া।

তিনি বলেন, টেকনাফ পৌরসভার গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে দ্রুতগামী অনুমোদনহীন বিপুল সংখ্যক মোটরসাইকেল চলাচলের পর্যবেক্ষন করে আসছিল। তারই সূত্র ধরে অভিযান চালানো হয়। এসময় দ্রুতগামী বৈধ কাগজপত্র না থাকায় অনুমোদনহীন ১০ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

তিনি আরও জানান, ওই সময় ট্রাফিক আইন অমান্য করার অভিযোগে প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, বীমা ও হেলমেট না থাকায় মোটরসাইকেল আরোহীর বিরুদ্ধে ১০০টি মামলা রুজু করা হয়েছে।

পাঠকের মতামত: