কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কক্সবাজারের টেকনাফে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৫) সদস্যরা ৮ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে গতকাল বুধবার সন্ধ্যায় ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তারা হলেন- কক্সবাজার শহরের সমিতি পাড়ার আব্দুস সালামের ছেলে রুহুল আমিন রুবেল (৩১) এবং হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর আহম্মদের স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, কক্সবাজার-টেকনাফ সড়কের জাদিমুরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ীরা ইয়াবার চালান ক্রয় বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদককারবারী পালিয়ে যাওয়ার সময় ১ রোহিঙ্গা নারীসহ ২ জনকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, পরে তাদের দেহ ও সাথে থাকা পলিথিন ব্যাগ তল্লাশি করে ৮ হাজার ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: