কক্সবাজার, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

টেকনাফে চলতি বছরে বিজিবির অভিযানে ৩৭ লাখ পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে চলতি বছরে অভিযান চালিয়ে ৩৬ লাখ ৭৭ হাজার ৫৯৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবির সদস্যরা। ওই সময় গ্রেফতার করা হয়েছে ১৩২ জন ইয়াবা ব্যবসায়ীকে। তার মধ্যে ১৭ জন রোহিঙ্গা। বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ১৩ জন ইয়াবা ব্যবসায়ী।

এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফয়সল হাসান খান।

প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণে জানা যায়, সবচেয়ে বেশি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে চলতি আগস্ট মাসে। এই মাসেই দুইজন ইয়াবা ব্যবসায়ী বিজিবির সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বিজিবির সাথে বন্দুকযুদ্ধে সবচেয়ে বেশি ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে গত জুলাই মাসে।

ইয়াবা নির্মূলে বিভিন্ন পর্যায়ের আইন-শৃঙ্খলা বাহিনীর নানা অভিযানেও থামছে না ইয়াবা ব্যবসা। প্রতি বছরই উল্লেখযোগ্য হারে বাড়ছে ইয়াবা উদ্ধারের পরিমাণ। বাড়ছে গ্রেফতারের সংখ্যাও। করোনাভাইরাসের প্রার্দুভাবেও থেমে নেই কারবারীদের ইয়াবা ব্যবসা।

পাঠকের মতামত: